মাগুরাসহ সারা দেশে ধর্ষকদের দ্রুত বিচার ও শাহবাগীদের ষড়যন্ত্রের প্রতিবাদে নাটোরের বড়াইগ্রামে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলার বনপাড়া বাজারে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত মিছিল শেষে পথসভায় শিক্ষার্থী আল মাহমুদ শুভ, আবু সানি ও সজীব হোসেন বক্তব্য রাখেন। এ সময় তারা শিশু আছিয়ার খুনীদের বিচার দ্রুততম সময়ের মধ্যে শেষ করাসহ শাহবাগের নামে যে কোন ধরণের ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।