নিজেদের ফুটবল ইতিহাস সবচেয়ে খারাপ পরিস্থিতি পার করছে সম্ভবত এখন ব্রাজিল। বিশেষ করে আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়াটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না ব্রাজিলিয়ান ফুটবল কর্মকর্তারা। এ ক্ষেত্রে তারা দায়টা চাপাতে চাচ্ছে বেশি কোচ দরিভাল জুনিয়রের ওপরই। যদিও আর্জেন্টিনার কাছে হারের পর সমস্ত দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন দরিভাল। এখন তিনি পড়ে গেছেন চাকরি হারানোর শঙ্কায়। কারণ, ব্রাজিলের কোচ দরিভালের ভবিষ্যৎ কী দাঁড়াবে, সেটা নির্ধারণে বৈঠক ডেকেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। আজ শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই বৈঠকটির। গত বুধবার আর্জেন্টিনার কাছে লজ্জাজনক পরাজয়ের পর এ নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছেন ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সভাপতি এডনাল্ডো রদ্রিগেজ। তার এই প্রতিক্রিয়ার কারণেই মনে করা হচ্ছে, হয়তো দরিভালের ভবিষ্যৎ খুব একটা ভালো হতে যাচ্ছে না। যদিও একটি আন্তর্জাতিক ম্যাচের পর কোচ দরিভাল জুনিয়র এবং সিবিএফের মধ্যে এটা একটা রুটিন মিটিং হতে যাচ্ছে। তবুও, ধারণা করা হচ্ছে, কোচিং স্টাফদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি নিয়ে আসবেন এডনাল্ডো রদ্রিগেজ। ইসপিএন দরিভালের একটি সূত্র মারফত জানিয়েছেন, তাকে তার ভবিষ্যৎ নিয়ে ভাবার বিষয়ে কেউ কিছু বলেনি বা এ সম্পর্কে তিনি এখনও কিছুই জানেন না। তবে, ব্রাজিল ফুটবল কনফেডারেশনে এরই মধ্যে দরিভালের পরিবর্তে কে কোচ হবে, সে সম্পর্কে আলোচনা শুরু হয়েছে। রিয়াল মাদ্রিদ ম্যানেজার কার্লো আনচেলত্তিকে আবারও প্রস্তাব দেয়া নিয়ে আলোচনা চলছে। প্রথম থেকেই ইতালিয়ান এই কোচকে পেতে চেয়েছিলো ব্রাজিল। সে সঙ্গে ফ্লামেঙ্গোর ফিলিপ লুইস, সৌদি ক্লাব আল হিলালের হোর্হে হেসুসকেও সম্ভাব্য কোচের তালিকায় রাখা হয়েছে। ২০২৪ সালের জানুয়ারিতে ফার্নান্দো দিনিজের পরিবর্তে ব্রাজিল কোচের দায়িত্ব নেন দরিভাল জুনিয়র। সাও পাওলো ছেড়ে এসে ব্রাজিল দলের দায়িত্ব নেয়ার পর কোনোভাবেই ব্রাজিলকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারেননি তিনি।