সেনবাগে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোঃ জামাল উদ্দিন (৪৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত জামাল উদ্দিন উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর গ্রামের ওলি আহমেদের পুত্র । স্থানীয় সুত্রে জানাগেছে, বুধবার রাত সাড়ে ১০টারদিকে জামাল উদ্দিন বৈদ্যুতিক মটরের কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। এ সময় বাড়ির লোকজন ও প্রতিবেশীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে সেনবাগ সেন্টাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেনি।