সোনারগাঁয়ে মায়াদ্বীপ শিশু পাঠশালা’র শিক্ষার্থীদের এবং চরের সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শনিবার সকালে সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের উদ্যোগে শিশু শিক্ষার্থীদের জন্য টিশার্ট এবং সুবিধা বঞ্চিত বয়স্ক ব্যক্তিদের জন্য লঙ্গি ও খাবার বিতরণ করা হয়।
এবারের ঈদ উপহার সামগ্রী বিতরণে শিক্ষানুরাগী আব্দুল্লাহ আল রাহীমের সার্বিক সহযোগিতায় সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবি শাহেদ কায়েস, আব্দুল্লাহ আল রাহীম, মরিয়ম আক্তার পাখি, মোঃ রাশেদ, রাকিব, সাইফুল, মামুন, তুহিন, জোবায়ের, মোসাম্মৎ ফারজানা সহ প্রমুখ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত মায়াদ্বীপ-নুনেরটেকের চারদিকে মেঘনা নদীবেষ্টিত অর্থনৈতিকভাবে দুর্বল একটি অঞ্চল। এখানকার অধিকাংশ মানুষ মৎস্যজীবী, সামাজিকভাবে সুবিধা বঞ্চিত। ২০০৭ সালে সুবর্ণগ্রাম ফাউন্ডেশন চরের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার জন্য অবৈতনিক স্কুল মায়াদ্বীপ শিশু পাঠশালা প্রতিষ্ঠা করে।