কুমিলা হোমনায় অবিলম্বে বিল্লাল হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছে এলাকাবাসী। গতকাল বুধবার বিকেলে ঘাড়মোড়া গ্রামবাসীর উদ্যোগে হোমনা-মুরাদনগর সড়কের ঘাড়মোড়া বাজার এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে শতাধিক নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন নিহত বিল্লালের মা সেলিনা বেগম , ফুফু কুলসুম বেগম, রহিম মেম্বার, মালু মেম্বার, আবদুর রহিম, মো. ইয়াছিন, আনোয়ার হোসেন, ইফতেখার, সাইদুল ও নবী হোসেন প্রমুখ। বক্তারা মাদকমুক্ত সমাজ ও হত্যাকারীদের বিচার দাবি করে বলেন, 'আমরা বিল্লাল হত্যার সাথে যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে আইনের মাধ্যমে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দৃষ্টানÑ স্থাপন করা হোক।'
উলেখ্য, গত রবিবারব (১৬ মার্চ) রাতে হোমনা উপজেলার বড় ঘারমোড়া গ্রামে মাদক সেবন ও ব্যবসায় পূর্ব শত্রুতার জেরে সহযোগী মাদকসেবীরা বাড়ি থেকে ডেকে নিয়ে বিল্লালকে গলা কেটে হত্যার অভিযোগ করা হয়েছে।