৫৬ বিজিবি কর্তৃক চোরাচালান বিরোধী অভিযানে গরু, ফল ও মশলা আটক

এফএনএস (আব্দুর রাজ্জাক, নীলফামারী) : : | প্রকাশ: ৩১ মার্চ, ২০২৫, ১২:৪৭ পিএম
৫৬ বিজিবি কর্তৃক চোরাচালান বিরোধী অভিযানে গরু, ফল ও মশলা আটক

নীলফামারী ৫৬ বিজিবি কর্তৃক সীমান—বর্তী এলাকায় চোরাচালান দমনে নিয়মিত অভিযানে গরু, ফল ও মশলা আটক করেছে বিজিবি। বিজিবি জানায়, আজ রবিবার ৩০ মার্চ ভোরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অধিনায়ক, নীলফামারী ৫৬ বিজিবি এর অধীনস্থ বড়শশী বিওপির একটি বিশেষ টহল দল সুবেদার আলী আজাদ এর নেতৃত্বে সীমান— পিলার ৭৭৯/এমপি হতে আনুমানিক ৭০ গজ বাংলাদেশের অভ্যন—রে অমরখানা নামক স্থানে অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে ভারত হতে বাংলাদেশে চোরাচালানকৃত ভারতীয় ০৩ টি গরু মালিকবিহীন অবস্থায় আটক করে। যার সিজার মূল্য-২,৪০,০০০/- টাকা।

এছাড়া একই দিন জয়ধরভাঙ্গা বিওপির একটি বিশেষ টহল দল নায়েক সাগর হোসেন এর নেতৃত্বে সীমান— পিলার ৭৬০/৪৫-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন—রে নেকিপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে ১০,৪০০/- টাকা মুল্যর ২৩ কেজি ভারতীয় আংগুর এবং ১ কেজি জিরা আটক করে।

এ ব্যাপারে ৫৬ বিজিবি নীলফামারী ব্যাটালিয়ন জানায়, সদর দপ্তর বিজিবি এর নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমানে— চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান— এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে চোরাচালান প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে। যে কোন মূল্যে চোরাচালান রোধে ৫৬ বিজিবি কঠোর নজরদারি নিশ্চিতের পাশাপাশি মাদকদ্রব্যসহ অন্যান্য চোরাচালান বন্ধে সদা প্রস্তুত। চোরাচালানের বিরুদ্ধে বিজিবির এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে