‘নৈতিকতা সম্পন্ন মানুষ হতে হলে মাদ্রাসা শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে’

এফএনএস (নাসির উদ্দিন মিরাজ; বেগমগঞ্জ, নোয়াখালী) : : | প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:৫০ পিএম
‘নৈতিকতা সম্পন্ন মানুষ হতে হলে মাদ্রাসা শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে’

নৈতিকতা সম্পূর্ণ মানুষ হতে হলে মাদ্রাসা শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুর রহমান। 

তিনি সোমবার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পশ্চিম অনন্তপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার বার্ষিক ক্রীড়াও ইসলামী সাংস্কৃতি প্রতিযোগিতা ২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন, ভালো স্কুলে লেখাপড়া করলে  ভালো ফলাফল করা যায় তো মানুষ হওয়া যায় না। নৈতিক শিক্ষা অর্জন করতে হলে মাদ্রাসা শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া জরুরী। একই সময় তিনি মাদ্রাসার বাউন্ডারি ওয়াল ও গেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থ স্থাপন করেন। 

অভিভাবক সদস্য মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও অধ্যক্ষ মোঃ বেলায়েত হোসেনের সার্বিক সহযোগিতায় আরবি প্রভাষক মুজিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম, স্কুলের প্রাক্তন ছাত্র রংধনু ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন সুমন, ঠিকাদার মোহাম্মদ আব্দুর রহমান  সহ স্কুলের শিক্ষার্থীদের অভিভাবক, রাজনীতিবিদ, সমাজকর্মীসহ অনেকেই।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে