কাউখালীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : : | প্রকাশ: ১৫ ডিসেম্বর, ২০২৪, ০১:৩৬ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
কাউখালীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

পিরোজপুরের কাউখালী থানা পুলিশের আয়োজনে, মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধে (১৫ ডিসেম্বর) রবিবার সকাল ১১ টায় কাউখালী থানা প্রাঙ্গনে ওপেন হাউজ অনুষ্ঠিত হয়। কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মুকিত হাসান খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা বিএনপি'র আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা বিএনপি'র সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য শাহ ইমরান ফারুক, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক হুমায়ুন কবির, উপজেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক সাংবাদিক রফিকুল ইসলাম, প্রেস ক্লাবের সাবেক সভাপতি তারিকুল ইসলাম পান্নু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল মাহমুদ সুমন, সদস্য সচিব শোয়েব সিদ্দিকী প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজ, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান বলেন, আমাদের পুলিশ বাহিনী জনগণের সেবায় নিয়োজিত। দিনরাত ২৪ ঘন্টা আমরা আপনাদের সেবায় নিয়োজিত আছি। কোন অপরাধীদের ছাড় দেওয়া হবে না। সন্ত্রাসী যে দলের হোক না কেন আইনের আওতায় আনা হবে। কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান বলেন, কাউখালীতে কোন সন্ত্রাসীদের স্থান হবে না। কাউখালী থেকে মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং নির্মূল করে ফেলব। কাউখালীতে দুষ্ট লোকের কোন স্থান হবে না। যারা অরাজকতা সৃষ্টি করবে তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হইবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে