পোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

এফএনএস (এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ) : | প্রকাশ: ২৯ জুলাই, ২০২৫, ০৩:১৯ পিএম
পোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নওগাঁর পোরশা কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অধিদপ্তরের উদ্যেগে পারফরম্যান্স বেজড গ্রান্টসফর সেকেন্ডারি ইনিস্টিউটশন (পিবিজিএসআই) স্কিমের আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে কৃতি শিক্ষার্থীদের ক্রেষ্ট ও সাটিফিকেট প্রদান করে এ সংবর্ধনা দেওয়া হয়। এতে উপস্থিত থেকে ক্রেষ্ট ও সনদ বিতরণ করেন সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস। সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার শাহাদাৎ হোসেন। 

এসময় মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ঢাকার সহকারী পরিচালক তৌফিক এরফান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবির, ঘাটনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, নিতপুর দাঃ সুন্নাহ সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল বাশির সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ অভিভাবক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার কণক রায়। পরে এসএসসি পরীক্ষায় ভাল ফলাফলের কারনে ২০জন কৃতি শিক্ষার্থীদের ১০ হাজার টাকা এবং এইচএসসি ২০জন কৃতিশিক্ষার্থীদের ২৫ হাজার টাকা করে নগদ প্রদান করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে