বাঘায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) : | প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৫, ০৫:৫৯ পিএম
বাঘায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

রাজশাহীর বাঘায় জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয় এবং পরে পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা তহুরা হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা। বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা, শফিউল্লাহ সুলতান, উপজেলা  প্রাণিসম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা আশাদুজ্জামান আসাদ প্রমুখ। এ অনুষ্টানে সফল মৎস্যচাষি রাকিবুল ইসলাম ও নয়ন কুমারকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে