পিরোজপুরের ইন্দুরকানীতে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১৮ আগস্ট) রাতে এসআই পলাশ বিশ্বাসের নেতৃত্বে বালিপাড়া বাজারের মৃধা বাড়ি বাসস্ট্যান্ড এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি ইন্দুরকানী উপজেলা সংলগ্ন এলাকার বাসিন্দা মো. গফুর শেখ এর ছেলে মো. কালাম। তার কাছ থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।