পাবনার সুজানগর থানা পুলিশ দেশি তৈরী একটি পরিত্যক্ত পাইপগান উদ্ধার করেছে। সোমবার দিনগত রাতে সুজানগর পৌর বাস স্ট্যান্ড সংলগ্ন রাস্তার পাশ থেকে ওই পাইপগানটি উদ্ধার করা হয়।
সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবর রহমান জানান, সোমবার দিনগত রাত ৯টার দিকে কে বা কারা সুজানগর পৌর বাস স্ট্যান্ড সংলগ্ন রাস্তার পাশে দেশি তৈরী একটি সচল পাইপগান ফেলে রেখে যায়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানার এসআই আবুল বাশার সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় ওই পাইপগানটি উদ্ধার করে। অবৈধ অস্ত্র উদ্ধারসহ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা উন্নয়নে এখন থেকে সুজানগর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করবে বলে থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবর রহমান জানান।