নেত্রকোনার কলমাকান্দা সমাজসেবা অফিস সরকারি নির্দেশনায় গণভোট হ্যা এর পক্ষে ব্যাপক প্রচার ও প্রচারণায় মাঠে নেমেছেন অফিসের কর্মচারী কর্মকর্তাগণেরা। সরকারের স্লোগান একটাই গণভোটকে হ্যাঁ বলুন দেশকে পরিবর্তন করুন। এই স্লোগানকে ধারণ করে সারাদেশের ন্যায় কলমাকান্দা সমাজসেবা অফিস (১২ই জানু ২৬) রবিবার সকাল ১১টায় তাদের অফিস কার্যালয়ের সামনে সরকারের দেয়া নির্দেশনার আলোকে গণভোটে হ্যা এর পক্ষে সাধারণ মানুষের এই প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এতে হ্যা ভোটের গুরুত্ব তুলে ধরে উপস্থিত সাধারণ মানুষের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডা.আল মামুন, সমাজসেবা অফিসার রেজাউল করিমসহ অফিসের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।