নাটোরের বড়াইগ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সমপ্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী শুরু হয়েছে। বুধবার সকালে উপজেলা চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। এ সময় সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী রবিউল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফ, যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা হাসিব বিন সাহাব, কৃষি সমপ্রসারণ কর্মকর্তা হুসনেয়ারা খাতুন, একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নুহু ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে আয়োজিত মেলায় মোট ২২ টি স্টল রয়েছে।