মা ও ছেলের একসাথে জানাজা

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : : | প্রকাশ: ২ ডিসেম্বর, ২০২৪, ০১:৫৩ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
মা ও ছেলের একসাথে জানাজা

বৃদ্ধা মায়ের মৃত্যুর ৬ ঘন্টা পরে মারা গেলেন ছেলে। মায়ের মৃত্যু শোক সইতে না পেলে ছেলে মৃত্যুর কোলে ঢলে পড়েন। ঘটনাটি ঘটেছে পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বড় গুয়াখড়া গ্রামে রবিবার (১ ডিসেম্বর) রাতে। গতকাল সোমবার বড় গুয়াখড়া সম্মিলিত ঈদগাহ মাঠে মা ও ছেলের একত্রে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে,ওই গ্রামের মৃত ফরমান মোল্লার স্ত্রী আছিয়া বেওয়া (৮৮) রবিবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মায়ের মৃত্যুতেকাতর হয়ে পড়েন ছেলে শফিকুল ইসলাম (৬৫)। রাত ১টার দিকে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার কিছুক্ষণ পড়েই মৃত্যুর কোলে ঢলে পড়েন শফিকুল। মা ও ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সোমবার দু’জনের একত্রে নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। 


0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে