নাটোরের বড়াইগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রা, দিনব্যাপী গ্রামীণ খেলাধুলা, লাঠিখেলা, পুরষ্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। উপজেলার জোয়াড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে কুমরুল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউপি চেয়ারম্যানের সার্বিক তত্ত্বাবধানে এসব কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে জোয়াড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জুলহাস আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদ্য সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব ও জোয়াড়ী ইউপি চেয়ারম্যান আলী আকবর। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জোয়াড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সম্পাদক সাদেক হোসেন, বিএনপি নেতা এম এ খালেক ও জোয়াড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি হাসানুজ্জামান সুমন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অতিথিরা বিভিন্ন খেলায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। পরে নববর্ষ উপলক্ষ্যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।