নৌ পরিবহন উপদেষ্টার নদী বন্দর চলমান উন্নয়ন কাজ পরিদর্শন

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : : | প্রকাশ: ৩ ডিসেম্বর, ২০২৪, ০৩:৪১ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
নৌ পরিবহন উপদেষ্টার নদী বন্দর চলমান উন্নয়ন কাজ পরিদর্শন

০৩ ডিসেম্বর ২০২৪ তারিখে সকাল সাড়ে ১০টায় নৌপরিবহণ এবং শ্রম ও কর্মসংস্থান  মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন চাঁদপুর নদী বন্দর ও আধুনিক নৌ টার্মিনাল নির্মাণ প্রকল্প কাজের অগ্রগতি সরজমিনে পরিদর্শন করেছেন। তিনিসহ তার সঙ্গে থাকা প্রতিনিধিদল স্পীডবোটযোগে ঢাকা সদরঘাট থেকে চাঁদপুর নৌ বন্দরের উদ্দেশ্যে রওনা হন। ১০:৩৫ টার সময়  চাঁদপুর নৌ বন্দরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম এবং নৌ পুলিশের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান। পরিদর্শনের সময় তিনি নির্মাণাধীন বিআইডব্লিউটিএ টার্মিনাল ভবন নির্মাণ প্রকল্পের (বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌ-পরিবহন প্রকল্প-১) কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। এছাড়া ডাকাতিয়া নদী এলাকা এবং প্রকল্পের অন্যান্য কার্যক্রমও ঘুরে দেখেন। পরিদর্শন শেষে দুপুর ১২:০৫ টার সময় ও তার সঙ্গীরা নারায়ণগঞ্জ নৌ বন্দরের উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করেন। এ সময় অন্যান্য কর্মকর্তা বৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে