ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সহকারী কমিশার (ভূমি) সিরাজুম মুনীরা কায়ছান নিজ দপ্তরের সরকারি মুঠোফোন সেটের ফেসবুকে স্বাধীনতা দিবসের একটি ষ্ট্যাটাসে শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক লিখে স্থানীয় বিএনপি’র নেতা কর্মীদের তোপের মুখে পড়েন। গতকাল বুধবার সকাল পোনে ৮টায় স্থানীয় সরকারি অন্নদা স্কুল মাঠের কুচকাওয়াজ অনুষ্ঠানস্থলে এসি ল্যান্ড সিরাজুম মুনীরা কায়ছান গাড়ি থেকে নামামাত্র এই ঘটনা ঘটে। ইউএনও ও ওসি’র হস্তক্ষেপে নিরাপদে মাঠ থেকে দ্রূত চলে যান এসি ল্যান্ড। মূহুর্তের মধ্যে ঘটনাটি ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জেলা প্রশাসকের তড়িৎ ব্যবস্থাপনায় মাত্র ৩ ঘন্টার মধ্যে এসি ল্যান্ডকে সরাইল থেকে প্রত্যাহার করে নেয়া হয়।
সূত্র জানায়, সকাল ৮টায় অন্নদা স্কুল মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। সবকিছু প্রস্তুত। ৮টা ৪০ মিনিটে মাঠে আসেন ইউএনও। ঠিক পোনে ৮টার দিকে গাড়ি থেকে মাঠে নামেন এসি ল্যান্ড সিরাজুম মুনীরা কায়ছান। উনাকে দেখা মাত্র ক্ষোভে ফেঁটে পড়েন মাঠে অবস্থানরত বিএনপি ও সহযোগি সংগঠনের নেতা কর্মীরা। উপজেলা বিএনপি’র সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর, সাধারণ সম্পাদক এডভোকেট নুরূজ্জামান লস্কর তপু ও সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলীর উপস্থিতিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরকে আমরা এখানে দেখতে চাই না বলে চিৎকার করতে থাকেন বিএনপি’র নেতা কর্মীরা। নেতা কর্মীদের উত্তেজনার পারদ বৃদ্ধি থাকলে ষ্টেইজ থেকে নেমে আসেন ইউএনও মো. মোশারফ হোসেন ও ওসি রফিকুল হাসান সহ করকারী দফতরের লোকজন। প্রাথমিক ভাবে জনরোষ নিবৃত্ত করে তারা এসি ল্যান্ডকে নিরাপদে উপজেলায় পাঠিয়ে দেন। বিষয়টি মূহুর্তের মধ্যে সামজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। উর্দ্ধতন কর্তৃপক্ষের সহায়তায় তাৎক্ষণিক উপজেলার সকল প্রকার কাজ থেকে এসি ল্যান্ডকে বিরত রাখার ব্যবস্থা নেন। মাঠের ঘটনার কিছুক্ষণ পরই ওই ষ্ট্যাটাসটি ডিলেট করে দেওয়া হয়। এসি ল্যান্ড উনার আইডি থেকে ফেসবুক আইডি টি হ্যাক হয়েছে লিখে ষ্ট্যাটাস দিয়েছেন। শেষ রক্ষা হয়নি। জেলা প্রশাসকের হস্তক্ষেপে এই ঘটনার তদন্ত কাজ শুরূ হয়। মাত্র ৩ ঘন্টার মধ্যে এসি ল্যান্ড সিরাজুম মুনীরা কায়ছানকে সরাইল থেকে প্রত্যাহার করা হয়। সেই সাথে আগামীকাল (আজ বৃহস্পতিবার) চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদানের নির্দেশ দেয়া হয়। এ বিষয়ে উপজেলা বিএনপি’র সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর বলেন, প্রাথমিক ভাবে প্রত্যাহার করে নিয়েছেন। তাই সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানায়। তবে এমন একটি গুরূত্বপূর্ণ দিবসে এসি ল্যান্ড উনার সরকারি ফোনের ফেসবুক আইডি থেকে প্রয়াত শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক লিখে প্রচারের পেছনে কী উদ্যেশ্য তা বের করে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবী জানাচ্ছি। এ বিষয়ে এসি ল্যান্ড সিরাজুম মুনীরা কায়ছানের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও কথা বলা সম্ভব হয়নি। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসেন বলেন, এটা অমার্জনীয় অপরাধ করেছে। অপরাধের দায়ে তাকে তড়িৎ সরাইল থেকে প্রত্যাহার করা হয়েছে। আগামীকাল (আজ বৃহস্পতিবার) তিনি চট্রগ্রাম বিভাগীয় কমিশনার স্যারের কার্যালয়ে যোগদান করবেন। প্রসঙ্গত: এই ঘটনার পর সূচি অনুসারে জাতীয় দিবসের অন্যান্য সকল অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে।