মতলবে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

এফএনএস (মাহবুব আলম লাভলু; মতলব উত্তর, চাঁদপুর) : : | প্রকাশ: ২৬ মার্চ, ২০২৫, ০৪:৫৭ পিএম
মতলবে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় প্রশাসনে আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ পালিত হয়েছে 

বুধবার (২৬ মার্চ) সকাল ৬টায় উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা স্মরণে পুষ্পস্তবক অর্পণ । 

পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে  শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, মতলব উত্তর থানা, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

সকাল ৯টায় মতলব উত্তর উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। 

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন , সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা,মতলব উত্তর  থানার অফিসার ইনচার্জ মো. মো. রবিউল হক , বীর মুক্তিযোদ্ধা নূরুল হক, সাংবাদিক বোরহান উদ্দিন ডালিম ও ফারুক হোসেন।

এ সময়  বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে