কালীগঞ্জে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্নহত্যা

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : : | প্রকাশ: ৪ ডিসেম্বর, ২০২৪, ০২:৪৬ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
storage/2024/december/04/news/218675032f4c4b7e.jpg

ঝিনাইদহের কালীগঞ্জে নূর ইসলাম মোল্লা (৬৫) নামের এক বৃদ্ধ বাড়ির পাশে আম গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন। মঙ্গলবার দিবাগত রাতে কালীগঞ্জ উপজেলার ভাতঘরা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত নূর ইসলাম মোল্লা ৫ সন্তানের জনক ছিলেন। পারিবার ও এলাকাবাসী জানায়,মৃত নূর ইসলাম মোল্লা অভাব অনটনসহ শরীরের নানা জটিল রোগে ভুগছিলেন। তিনি দীর্ঘদিন ঢাকা শহরে রিক্সা চালাতেন। গত কয়েক বছর আগে গ্রামে এসে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন। সর্বশেষ মঙ্গলবার রাতে খাবার খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন। বুধবার সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা বাড়ির পিছনে একটি আম গাছের ডালে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। সে সময় প্রতিবেশিসহ পরিবারের সদস্যরা তাকে গাছ থেকে নামিয়ে কালীগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। এ ব্যাপারে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ গেছে। ময়না তদন্তের পর কারণ জানা যাবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে