অবৈধ ইটভাটার কালো ধোঁয়ায় বাড়ছে পরিবেশ দূষণ, হুমকিতে জনস্বাস্থ্য

এফএনএস : | প্রকাশ: ৭ এপ্রিল, ২০২৫, ০৬:৪২ পিএম
অবৈধ ইটভাটার কালো ধোঁয়ায় বাড়ছে পরিবেশ দূষণ, হুমকিতে জনস্বাস্থ্য

দেশের বিভিন্ন অঞ্চলে পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে অবৈধ ইটভাটা। সরকারি অনুমোদন ছাড়াই পরিচালিত এসব ইটভাটা পরিবেশের ক্ষতি করছে এবং সরকারের রাজস্ব আহরণে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। কাঠ, টায়ার, গার্মেন্টস বর্জ্য ও নিম্নমানের কয়লা জ্বালিয়ে ইট প্রস্তুত করার ফলে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। বিশেষত, কালো ধোঁয়া ও ক্ষতিকর গ্যাস নির্গমনের কারণে স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। পত্রপত্রিকায় প্রকাশিত খবরাখবর থেকে জানা যায়, দেবিদ্বার উপজেলায় অনুমোদনহীন ইটভাটার সংখ্যা অনুমোদিতগুলোর তুলনায় বেশি। পরিবেশ অধিদফতরের নিয়মনীতি অমান্য করে পরিচালিত এসব ইটভাটার বিষাক্ত ধোঁয়া ও রাসায়নিক উপাদান বায়ুদূষণ বাড়িয়ে দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এসব দূষণের ফলে শ্বাসকষ্ট, হাঁপানি, চর্মরোগসহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে স্থানীয় বাসিন্দারা। শুধু জনস্বাস্থ্যই নয়, কৃষিজমির ওপরও এর ভয়াবহ প্রভাব পড়ছে। ইটভাটার জন্য উর্বর জমি নষ্ট হচ্ছে, ফসল উৎপাদন কমে যাচ্ছে, যা দীর্ঘমেয়াদে কৃষি ও খাদ্য নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। যে দেশের মানুষ সাধারণত কৃষির উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে, সে দেশে যখন অনাকাঙ্ক্ষিত কারণে কৃষিতে হুমকি তৈরি হয় তখন সরকারি কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠে।  আইন প্রয়োগকারী সংস্থাগুলোর অভিযান চললেও তা যথেষ্ট কার্যকর হচ্ছে না। কুমিল্লা পরিবেশ অধিদফতর জানিয়েছে, দেবিদ্বারে ১৭টি ইটভাটার মধ্যে মাত্র ৫টির বৈধ অনুমোদন আছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হলেও বেশ কিছু ইটভাটা বারবার আইনের ফাঁক গলিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জরিমানা আদায় করেই দায়িত্ব শেষ করলে হবে না, কঠোর মনিটরিং এবং শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পরিবেশ রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। প্রশাসনের উচিত অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া। পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা, নিয়মিত তদারকি বাড়ানো ও সচেতনতা বৃদ্ধি করা এখন সময়ের দাবি। অন্যথায়, এই অবৈধ ইটভাটাগুলো ধীরে ধীরে জনস্বাস্থ্য ও পরিবেশকে ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দেবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে