তামিমের ঝলকে গুলশানের দারুণ জয়, বিদায় নিলো প্রাইম ব্যাংক

ক্রীড়া প্রতিবেদক : | প্রকাশ: ১২ এপ্রিল, ২০২৫, ০৭:১২ পিএম : | আপডেট: ১৩ এপ্রিল, ২০২৫, ০৭:২৯ পিএম
তামিমের ঝলকে গুলশানের দারুণ জয়, বিদায় নিলো প্রাইম ব্যাংক

শেষটা হলো এক অনন্য রূপকথার মতো। ছক্কা মেরে শতরান পূর্ণ করলেন আজিজুল হক তামিম—আর তার দুর্দান্ত ইনিংসেই ভর করে ঢাকা প্রিমিয়ার লিগে গুরুত্বপূর্ণ জয় তুলে নিল গুলশান ক্রিকেট ক্লাব। শক্তিশালী প্রাইম ব্যাংককে ৫ উইকেটের ব্যবধানে হারিয়ে শুধু জয়ই নয়, সুপার সিক্স পর্বে নিজেদের জায়গাও নিশ্চিত করলো গুলশান। অপরদিকে, এই হারে এবারের আসর থেকে বিদায় নিলো প্রাইম ব্যাংক।

বিকেএসপির ৪ নম্বর মাঠে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় প্রাইম ব্যাংক। শুরুটা যদিও ছিল ঝলমলে—নাঈম শেখ (২৬ বলে ৩৬) ও সাব্বির হোসেন (১৮ বলে ২২) মিলে জোরালো সূচনা এনে দেন দলকে। কিন্তু মিডল অর্ডারে ধারাবাহিকতা রাখতে পারেননি অন্যরা।

তবে ইনিংসের ভরসা হয়ে উঠেন সাজ্জাদুল হক রিপন। ৭৩ বলে ৫১ রানের নীরব অথচ গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। সঙ্গে ছিলেন উইকেটরক্ষক-ব্যাটার ইরফান শুক্কুর, যিনি ৭৪ বলে ৪৩ রান করে দলের হাল ধরেন। কিন্তু বাকিরা বড় ইনিংস গড়তে ব্যর্থ হওয়ায় নির্ধারিত ওভারের আগেই ২০৩ রানে অলআউট হয় প্রাইম ব্যাংক।

গুলশানের হয়ে বল হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন মেহেদী হাসান। ৩৫ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। আসাদুজ্জামান পায়েল, নিহাদুজ্জামান ও নাঈম ইসলাম নেন ২টি করে উইকেট।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামা গুলশান ক্রিকেট ক্লাব দুর্দান্ত শুরু পায় দুই ওপেনার জাওয়াদ আবরার ও আজিজুল হক তামিমের ব্যাটে। উদ্বোধনী জুটিতে আসে ৭১ রান। জাওয়াদ ৩৩ রানে বিদায় নিলেও তামিম ছিলেন দুরন্ত ছন্দে।

ধৈর্য ও আগ্রাসনের মিশেলে সাজানো তামিমের ইনিংসটি হয়ে ওঠে দিনের আকর্ষণ। ১০৬ বলের ইনিংসে তিনি হাঁকান ১০টি চারের পাশাপাশি ৩টি ছক্কা। তার শতরানটি ছিল বিশেষ কিছু—শেষপর্যন্ত ছক্কা মেরে স্পর্শ করেন কাঙ্ক্ষিত শতরান। ১০৫ রান করে বিদায় নেওয়ার সময় ম্যাচ কার্যত মোহর লাগিয়ে দিয়ে গেছেন তিনি।

তামিমের পর খালিদ হাসান ঝড়ো ৩৪ বলে ৩৮ রান করে দলের জয়কে আরও নিশ্চিত করেন। ম্যাচ শেষ করেন সাকিব শাহরিয়ার ও অভিজ্ঞ ফরহাদ রেজা। ৭৭ বল হাতে রেখেই গুলশান জয় তুলে নেয় ৫ উইকেটে।

প্রাইম ব্যাংকের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন নাঈম আহমেদ, যিনি ২ উইকেট দখল করেন। কিন্তু প্রতিপক্ষের দৃঢ় ব্যাটিংয়ের কাছে তা ছিল যথেষ্ট নয়।

এই জয়ে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ৩ নম্বরে উঠে এসেছে গুলশান ক্রিকেট ক্লাব। সেইসঙ্গে সুপার সিক্স নিশ্চিত করেছে তারা। আবাহনী, মোহামেডান, গুলশান, লিজেন্ডস অব রূপগঞ্জ, গাজী গ্রুপ ও অগ্রণী ব্যাংক—এই ছয় দলই লড়বে শিরোপার জন্য।

অন্যদিকে, গত আসরগুলোতে নিয়মিত শীর্ষে থাকা প্রাইম ব্যাংক এবার লিগ পর্ব থেকেই ছিটকে পড়েছে। তাদের বিদায় যেন এক নতুন সূচনার আভাসও বয়ে আনছে—যেখানে উঠে আসছে গুলশানের মতো প্রতিশ্রুতিশীল দলগুলো।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW