আছিয়ার হত্যাকারীদের দ্রুত ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : : | প্রকাশ: ১৪ মার্চ, ২০২৫, ০৩:০৫ পিএম
আছিয়ার হত্যাকারীদের দ্রুত ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ

শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং ধর্ষকদের দ্রুত ফাঁসির দাবিতে ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ধর্ষণ বিরোধী মঞ্চ বরিশাল। এছাড়া নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে শুক্রবার বেলা এগারোটার দিকে মানববন্ধন ও সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করেছে জেলা মহিলা পরিষদের নেতৃবৃন্দরা।

সমাবেশে সভাপতিত্ব করেন মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শাহ সাজেদা। অপরদিকে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বেলা সোয়া ১১ টায় একটি বিক্ষোভ মিছিল বের করে। বাসদের জেলা সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তীর নেতৃত্বে মিছিলটি সদর রোডসহ নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ধর্ষণ বিরোধী মঞ্চের নেতৃবৃন্দরা। এর আগে উপস্থিত নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল শেষে আছিয়ার গায়েবানা জানাজার নামাজ আদায় করেন। একই ঘটনায় দায়ীদের দ্রুত ফাঁসির রায় নিশ্চিত করার দাবিতে নগরীতে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের জেলা শাখার সদস্যরা। সমাবেশ বক্তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও করেন।


0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে