পাংশায় মরহুম আব্দুল আজিজ সরদার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। পাংশা ক্রিকেট একাডেমীর আয়োজনে শুক্রবার (৪ এপ্রিল) পাংশা সরকারি কলেজ মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। মরহুম আব্দুল আজিজ সরদারের ভাই মো. শওকত আলী সরদারের সভাপতিত্বে এ টুর্নামেন্টের ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন, পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আইয়ুব আলী সরদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন।
প্রথমার্ধের খেলায় ঢাকা রেঙ্ক বি ক্রিকেট একাদশ ৬ ইউকেট হারিয়ে ২০৩ রান করতে সক্ষম হয়। খেলার দ্বিতীয় অধ্যায় তাথৈ তাইয়া ক্রিকেট একাডেমি ১০ ইউকেটের বিনিময়ে ১১৯ রান করে ৮৪ রানে পরাজিত হয়।