গাজায় গণহত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : : | প্রকাশ: ৭ এপ্রিল, ২০২৫, ০৫:৪১ পিএম
গাজায় গণহত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনের গাজায় ইজরায়েলের নৃশংস গণহত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল বের করা হয়েছে।কিশোরগঞ্জ ইমাম উলামা পরিষদ ও তৌহিদী জনতার ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে বিভিন্ন রাজনৈতিক দল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার মানুষ অংশ নেন।

সোমবার জোহরের নামাজের পর ঐতিহাসিক শহীদী মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে সমাবেশে মিলিত হয়। এর আগে আশেপাশের মসজিদ থেকে মুসল্লীরা মিছিল সহকারে এসে তৌহিদি জনতার মিছিলে শরিক হন। এতে কিশোরগঞ্জ ইমাম উলামা পরিষদের সভাপতি মাও শফিকুর রহমান জালালাবাদী,সাধারণ সম্পাদক মাও আবুল বাশার,জামিয়ার মহাপরিচালক মাও শিব্বির আহমেদ রশিদ,জামিয়ার সিনিয়র মুহাদ্দিস মাও ইমদাদুল্লাহ,মাও নোমান আহমেদ,মাও নাজিমুদ্দিনসহ উলামায়ে কেরামগণ বক্তব্য রাখেন। মিছিলকারীরা ইজরায়েল ও তার দোসরদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং ইজরায়েলের পণ্য বয়কটের আহ্বান জানান। 

এদিকে সোমবার দুপুরে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। ভিসি অধ্যাপক দিলীপ কুমার বড়ুয়া, প্রোভিসি শহিদুল ইসলাম, ট্রেজারার ঈমান আলী, রেজিস্ট্রার লায়লা ইয়াসমিনসহ অন্যরা এতে অংশ নেন। পরে তারা শহরের কালীবাড়ি মোড় এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। জেলার বিভিন্ন উপজেলায়ও ইজরায়েলবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে