আন্তর্জাতিক নদী কৃত্য দিবসে মানববন্ধন

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : : | প্রকাশ: ১৪ মার্চ, ২০২৫, ০৫:১১ পিএম
আন্তর্জাতিক নদী কৃত্য দিবসে মানববন্ধন

আন্তর্জাতিক নদী কৃত্য দিবস উপলক্ষে পাবনার চাটমোহর উপজেলার গুমানী নদীর মধ্যেই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গুমানী নদীর নাম পরিবর্তনের প্রতিবাদে এবং সকল নদীর দখল-দূষণ বন্ধ করে নদী রক্ষার ও খননের দাবিতে গতকাল শুক্রবার (১৪ মার্চ) সকাল ১১টায় উপজেলার বওশা ব্রিজের নিচে শুকিয়ে যাওয়া গুমানী নদীতে ধরীত্রি রক্ষায় আমরা (ধরা) ও চলনবিল রক্ষায় আমরা এই মানববন্ধনের আয়োজন করে।  

মানববন্ধনে পরিবেশবাদী কর্মী,সাংবাদিক ও শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য দেন,ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর চলনবিল আঞ্চলিক সমন্বয়কারী জাহাঙ্গীর আলম মধু,প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা প্রমুখ। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে