রাজশাহীতে পূর্ব শত্রুতার জেরে পটল খেতের গাছ কর্তৃন

এম এম মামুন; রাজশাহী : | প্রকাশ: ১৪ মার্চ, ২০২৫, ০৫:২৪ পিএম
রাজশাহীতে পূর্ব শত্রুতার জেরে পটল খেতের গাছ কর্তৃন

রাজশাহীর পবা উপজেলার পূর্ব শত্রুতার জেরে এক কৃষকের দশ শতক ফেলার অভিযোগ উঠেছে। বুধবার (১২ মার্চ) দিবাগত রাতে পবার নওহাটা পৌরসভার সিন্ধুরকুসুম্বী পাইকপাড়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। কৃষক আব্দুল্লাহ আল মামুন দাবি এতে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় কৃষক বাদী হয়ে পাইকপাড়া গ্ৰামের কবির হোসেন ও সিজানসহ অজ্ঞাতনামা ৫/৬ জনের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তিরা পলাতক রয়েছে।কৃষক আব্দুল্লাহ আল মামুনের অভিযোগ পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ কবির হোসেন ও সিজান লোকজন নিয়ে রাতের অন্ধকারে জমির পটলের গাছ কেটে নষ্ট করেছেন। জমির সব গাছে পটল ছিল, কিন্তু নিমিষেই সব শেষ করে দিয়েছে। এখন বাজারে পটলের দাম অনেক বেশি। এতে প্রায় এক লাখ টাকা ক্ষতি হয়েছে তার। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়য়েছে ক্ষতিগ্রস্ত কৃষক। লিখিত অভিযোগে কৃষক মামুন উল্লেখ করেন, পূর্বের শত্রুতার জেরে গত বুধবার রাতে কবির হোসেন ও সিজান লোকজন নিয়ে আমার বাড়িতে হামলা করে। বাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পাড়াপ্রতিবেশী ও আত্মীয়-স্বজনদের সহযোগিতায় গুরুতর জখমের হাত থেকে বেঁচে যান তিনি। এ সময় তাকে মারধর করতে না পেরে বিবাদী কবির হোসেন ও সিজান প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়। সকালে জমিতে গিয়ে দেখি আমার সর্বনাশ করেছে। দশ শতক জমির পটলের গাছগুলো কেটে দিয়েছে। এর ফলে আমার আনুমানিক এক লাখ টাকা ক্ষতিসাধন হয়েছে। এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। এই বিষয়টি তদন্ত করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে