চাটমোহরে লোকালয়ে মুখপোড়া হনুমান

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : : | প্রকাশ: ১৪ মার্চ, ২০২৫, ০৫:১৩ পিএম
চাটমোহরে লোকালয়ে মুখপোড়া হনুমান

খাবারের সন্ধানে একটি মুখপোড়া বড় হনুমান ঘুরে বেড়াচ্ছে চাটমোহর পৌর শহরে। বিভিন্ন বাসা-বাড়ির প্রাচীরের উপর কিংবা গাছের ডালে অবস্থান করছে হনুমানটি। অনেকেই খাবার এনে দিচ্ছে এই বন্যপ্রাণিকে। শিশুরা দলবেঁধে বিরক্ত করতেও ছাড়ছেনা। অনেকে ঢিল ছুঁড়ছে। কেউ আবার হনুমানকে বিরক্ত না করার জন্য আহবান জানাচ্ছে। শুক্রবার (১৪ মার্চ) দুপুরে মুখ পোড়া হনুমানকে চাটমোহর পৌরসভার ছোট শালিখা মহল্লায় বিচরণ করতে দেখা যায়। মহল্লার অনেককেই তাকে খাবার দিতে দেখা গেছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে