আমতলীতে কলাগাছ নিয়ে সংঘর্ষ, থামাতে গিয়ে চাচা খুন

এফএনএস (মোঃ আবদুল্লাহ আল নোমান; আমতলী, বরগুনা) : : | প্রকাশ: ১২ এপ্রিল, ২০২৫, ০৫:১৮ পিএম
আমতলীতে কলাগাছ নিয়ে সংঘর্ষ, থামাতে গিয়ে চাচা খুন

শুক্রবার রাতে আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের পশ্চিম সোনাখালী গ্রামে কলাগাছ নিয়ে সংঘর্ষ থামাতে গিয়ে ভাতিজার বাঁশের লাঠির আঘাতে চাচা মো. আলমগীর প্যাদা (৪২) নিহত ও অপর ২জন আহত হয়েছে । নিহত আলমগীর প্যাদা ওই গ্রামের মৃত মোনসের আলী প্যাদার ছেলে। হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগ শনিবার সকালে হোচেন প্যাদা নামে একজনকে আমতলী থানা পুলিশ আটক করেছে । 

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের পশ্চিম সোনাখালী গ্রামের মৃত তৈয়ব আলী প্যাদার ছেলে আবুল প্যাদা তার বাড়ীর সামনে ৫টি কলাগাছ রোপন করেন। কিন্তু একই বাড়ির হাবিল প্যাদা জমির মালিকানা দাবী করে কলাগাছ কেটে ফেলেন। এ নিয়ে শুক্রবার রাতে উভয়পক্ষ বাগবিতন্ডায় জড়িয়ে পড়েন। বাগ বিতন্ডার শব্দ শুনে একই বাড়ির মৃত মোনসের আলী প্যাদার ছেলে আলমগীর প্যাদা ঘরের বাইরে এসে তাদের বাগবিতন্ডা থামানোর চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে চাচা হোচেন প্যাদা, চাচাত ভাই হাবিল প্যাদা ও ভাতিজা শাহারুল প্যাদার নেতৃত্বে ১০-১২ জন মিলে আলমগীর প্যাদার উপর হামলা শুরু করেন এবং ভাতিজা শাহাররল প্যাদা বাশের লাঠি দিয়ে চাচা আলমগীর গ্যাদার মাথায় আঘাত করেন। এতে আলমগীর প্যাদা ভাতিজা জুলহাস প্যাদা (২৮) এবং ভাতিজি শাহিনুর বেগম (৩২) গুরুগর আহত হন । তাৎক্ষনিক স্বজনরা আহত আলমগীর প্যাদা, জুলহাস প্যাদা ও শাহিনুর বেগমকে উদ্ধার করে পটুয়াখালীহাসপাতালে নিয়ে যান। কিন্ত জরুরী বিভাগের চিকিৎসক আলমগীর প্যাদাকে মৃত্যু ঘোষনা করেন। জুলহাস ও শাহিনুর বেগমকে ওই হাসপালে ভর্তি করেন। 

খবর পেয়ে পটুয়াখালী সদর থানার পুলিশ আলমগীর প্যাদার লাশ উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ময়না তদন্ত সম্পন্ন করে শনিবার দুপুরে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেন। শনিবার সকালে আমতলী থানার পুলিশ পশ্চিম সোনাখালী গ্রামে অভিযান চালিয়ে  হত্যান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে হোচেন প্যাদাকে তার বাড়ি থেকে আটক করেছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেন, হত্যাকান্ডের খবর পেয়ে আমতলী-তালতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার তারিকুল ইসলামকে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এঘটনায় হোচেন প্যাদা নামে একজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্ততি চলছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে