নববর্ষের শোভাযাত্রায় স্থান পেয়েছে হারিয়ে যাওয়া ঐতিহ্য

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৫ এপ্রিল, ২০২৫, ০২:০১ পিএম
নববর্ষের শোভাযাত্রায় স্থান পেয়েছে হারিয়ে যাওয়া ঐতিহ্য

যান্ত্রিকতার ছোয়ায় বাঙালি সংস্কৃতি থেকে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী বাহন “পালকি” এবার নববর্ষের শোভাযাত্রায় ফিরিয়ে এনে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করা হয়ছে। এ উদ্যোগ গ্রহণ করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন জেলার গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খান।

এবারের শোভাযাত্রায় সবার নজর কেড়ে নিয়েছে ফুল ও আলপনায় সজ্জিত এই পালকি। পালকির ভিতরে স্থান পেয়েছিলো কনে বেশে একটি শিশু। এছাড়াও কৃষকরা পাকা ধানের ছড়া নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহন করেন। ফলে পুরো শোভাযাত্রাটি বাঙালির ঐতিহ্যে প্রানবন্ত হয়ে উঠেছিলো।

উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খান বলেন, যান্ত্রিকতার যুগে গ্রাম-বাঙলার অনেক ঐতিহ্য হারিয়ে গেছে। আজকের প্রজন্ম অনেকে জানেই না পালকি কি। তারা শুধু বইয়ের পাতায় দেখে। তাই আমরা চেয়েছি হারিয়ে যাওয়া এই ঐতিহ্য চোখের সামনে তুলে ধরতে। যাতে করে তারা আমাদের বাঙালি সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কে জানতে পারে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৪ এপ্রিল) সকাল আটটায় জাতীয় সংগীত ও বৈশাখী গানের মধ্যদিয়ে নববর্ষের সূচনা করা হয়। এরপর ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। একইদিন জেলা প্রশাসনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে শোভাযাত্রাসহ ব্যাপক কর্মসূচি পালন করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে