কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নে দিঘীরপাড় পশ্চিম পাড়া খেলার মাঠে গতকাল শুক্রবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মুস্তাফিজুর রহমান মামুন। এ টুর্নামেন্ট এ ৮টি দল অংশ গ্রহণ করবে। এতে উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ ফজলুল হক। এ সময় আরো উপস্থিত ছিলেন- জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ সোহরাব উদ্দিন, মোঃ মেজবাহ উদ্দিন, নাছির উদ্দিন সোহাগ, কাজল ভূইয়া, ব্যবসায়ী মুখলেছুর রহমান সুমন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সুমন ভূইয়া। আয়োজনে- মোঃ হাবিবুর রহমান। উদ্বোধনী খেলায় দু’টি দল অংশগ্রহণ করেন।