আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : : | প্রকাশ: ৬ মার্চ, ২০২৫, ০৭:৩৯ পিএম
আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩

আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে। 

আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ নোমান হোসেন এর নেতৃত্বে এসআই অনাথ মিত্র, এসআই রাজীব মন্ডল, এএসআই) মোঃ ইকবাল হোসেন অভিযান চালিয়ে সিআর-৯১/২৩ এর আসামী গদাইপুর গ্রামের মৃত মাওঃ আবুল কাশেমের ছেলে আব্দুল হালিম সরদারকে, সিসি-৬৪/২২ এর আসামী গরালী গ্রামের মৃত আদিল গাজীর ছেলে হাশেম আলী গাজীকে ও সিআর-১৪৫/২২ (আশাঃ) এর আসামী গমাইপুর গ্রামের মৃত ফাজিল সানার ছেলে মোক্তার সানাকে থানা এলাকার ভিন্ন ভিন্ন স্থান হতে গ্রেফতার করেন। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে