পূর্ব রূপসায় এক মৎস্য ব্যবসায়ীকে পেট্রোল বোমা নিক্ষেপ করে হত্যার চেষ্টা ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করার অভিযোগ উঠেছে এলাকার দুই উশৃংখল চিহৃিত যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার (২৪ মার্চ) রাত আনুমানিক ১২ টা ২০ মিনিটে উপজেলার নৈহাটী ইউনিয়নের পূর্ব রূপসা বীরশ্রেষ্ঠ রুহুল আমিন সড়কের বাগেরহাট ও সাকিব ফিসের সীমানার ভিতরে এ ঘটনা ঘটেছে। ওইরাতে রূপসা থানা ও স্থানীয় ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় ২৭ মার্চ মৎস্য ব্যবসায়ী হাফিজুর রহমান এলাকার চিহৃিত দুই উশৃংখল যুবক সোহেল বেপারি ও মুনতাইনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ ও ভুক্তভোগী সুত্রে জানা যায়, মঙ্গলবার ২৪ মার্চ রাত ১২ টা ২০ মিনিটে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন সড়কে অবস্থিত বাগেরহাট ও সাকিব ফিসের মৎস্য ব্যবসায়ী মো. হাফিজুর রহমান তার মাছ ঘর থেকে বের হয়ে মেইন গেটের দিকে যাওয়ার মুহুর্তে হটাৎ বাগমারা এলাকার চিহৃিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সোহেল বেপারি ওরফে বোবা সোহেল (৩২) ও মুনতাইন শেখ (২৫) তাকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। কিন্তু ভাগ্যক্রমে পেট্রোল বোমাটি ব্যবসায়ী হাফিজের গায়ে না লেগে মৎস্য ঘরের দেওয়ালে লেগে বিস্ফোরিত হয়।
এব্যাপারে রূপসা বাসস্ট্যান্ড ফাঁড়ি পুলিশের আইসি নকীব ইকবাল বলেন, বিষয়টি জানতে পেরে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। ওখানে গিয়ে দেখি টুকরো কাচের বোতল। পেট্রোল বোমাটি দেওয়ালে লেগে বিস্ফোরিত হয়। রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, বিষয়টি জানার পরে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিলো। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ হয়েছে।তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে সোহেল ও মুনতাইন সহ ১৫-২০ জনের একটি সংঘবদ্ধ দল লাঠি-সোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে হাফিজের বাড়িতে গিয়ে চাঁদা দাবি করে এবং বাড়ি-ঘর ভাংচুরের চেষ্টা চালায় বলে ভুক্তভোগী জানায়। এছাড়া রূপসা নদীতে নৌকা বাইচের দিন ব্যবসায়ী হাফিজের উপর অতর্কিত হামলা চালানো হয়। এ ঘটনায় সোহেল ও মুনতাইন সহ ১০ জনের নাম উল্লেখ করে খুলনা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়। এই মামলা উঠিয়ে নিতে বিভিন্ন সময় তারা হাফিজকে হুমকি-ধমকি সহ বিভিন্ন ধরনের ভয়ভীতি দেয়। তারই ধারাবাহিকতায় ব্যবসা প্রতিষ্ঠানে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয় বলে ভুক্তভোগীর অভিযোগ।