জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে ভাল্লুকঘর কেশবপুরের শহীদ তৌহিদুর রহমানের পরিবারের মাঝে জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে। বুধবার সকাল ১০ টার দিকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস শহীদ তৌহিদের গ্রামের বাড়ী কেশবপুরের ভাল্লুকঘরে তার বাবা আব্দুল জব্বার মোল্যার হাতে এ উপহার পৌঁছে দেন। একই সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পরিবারের সদস্যদের তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌছে দেওয়া হয়। এ সময় কেশবপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবীর বিশ্বাস , উপজেলা বিএনপির সহ-সভাপতি চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, সহ-সভাপতি মোকসেদ আলম, সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবুল রানা বাবু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। ঈদ উপহার পেয়ে শহীদ তৌহিদুরের পিতা- আব্দুল জব্বার মোল্যা বলেন, আমার সন্তানকে নিয়ে অনেক আশা ছিল। আয় করে আমাদের শেষ বয়সে দেখা শোনা করবে। সেই আশার পূরণ হলো না। আমি সরকারের কাছে আর্থিক সহায়তার পাশাপাশি সন্তান হত্যার বিচার চাই।