মোল্লাহাটে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : : | প্রকাশ: ২৬ মার্চ, ২০২৫, ০৭:২৪ পিএম
মোল্লাহাটে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাগেরহাটের মোল্লাহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার উদয়পুর ইউনিয়ন শাখার আয়োজনে উপজেলা মডেল মসজিদে গত মঙ্গলবার এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সুরা সদস্য ও বাগেরহাট - ১ এর মনোনীত (সংসদ সদস্য প্রার্থী) অধ্যক্ষ মাওঃ খান মশিউর রহমান বলেন, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, কোরআন এর আলোকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ইসলামী দলগুলোর ঐক্য জরুরী, এজন্য চেষ্টা চলছে, আপনারা দোয়া করবেন যেন ঐক্য হয়, আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পক্ষে ভোট কেন্দ্রে একটি বাক্স-ই যাবে ইনশাল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দলটির উপজেলা আমীর হাসমত আলী সরদার। জামায়াতের উদয়পুর ইউনিয়ন সভাপতি হাঃ মোঃ নাজমুল ইসলাম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা সেক্রেটারি মোঃ হেদায়েত উল্যাহ, ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার মাওঃ শাহাবুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মোল্লাহাটের সিনিয়র সহ-সভাপতি মুফতী জাকির আশ্রাফি, জামায়াতের উপজেলা যুববিভাগের সেক্রেটারি মোঃ পারভেজ মিয়া, জামায়াতে ইসলামীর আটজুড়ী ইউনিয়ন সভাপতি মোঃ মোকাররম মিয়া, শহিদুল ইসলাম, জোবায়ের হোসেন, ইয়াসমিন শেখ ও শামীম সহ অনেকে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে