আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ইউনিয়নের আদালতপুর জামে মসজিদে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওঃ আব্দুল হাইয়ের পরিচালনায় মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য, সাবেক জেলা আমির ও সাতক্ষীরা-৩ আসনের নমিনী মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথি ছিলেন, জেলা কর্ম পরিষদ সদস্য, আশাশুনি সরকারী কলেজের সাবেক উপাধ্যক্ষ আব্দুস সবুর। উপজেলা নায়েবে আমীর মাওঃ নুরুল আফসার মুর্তাজা, ব্যবসায়ী সংগঠন আইবিডব্লিউএফ এর উপজেলা সভাপতি এ বি এম আলমগীর পিন্টু। অন্যদের মধ্যে সদর ইউনিয়নের ওলামা বিভাগের সভাপতি মাওঃ জুবায়ের হোসেন, শ্রমিক কল্যানের সভাপতি আবুল কাশেম সানা, আব্দুল আজিজ, মিজানুর রহমান, ওয়ার্ড সভাপতি মেম্বর সিরাজুল ইসলাম, সাবেক মেম্বর রফিকুল ইসলাম, নুরুজ্জামান সরদার, সেক্রেটারী রুহুল আমিন মোড়ল, আবু তালেব, ওয়ার্ড যুব বিভাগের সভাপতি হাফেজ মারুফ বিল্লাহ, মোর্ত্তাজুল হক, আবুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।