কালীগঞ্জে পুড়িয়ে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এফএনএস (টিপু সুলতান,কালীগঞ্জ,ঝিনাইদহ) : : | প্রকাশ: ১৪ মার্চ, ২০২৫, ০৫:৩২ পিএম
কালীগঞ্জে পুড়িয়ে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহের কালীগঞ্জে পরকীয়া প্রেমের ঘটনায় নিহত আহসানুল ইসলাম অর্কিড (৩২) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে তার পরিবার ও এলাকাবাসী। শুক্রবার (১৪ মার্চ) জুম্মার নামাজ শেষে শহরের মেইন বাস স্ট্যান্ডে ঝিনাইদহ-যশোর মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহত অর্কিডের ৩ বছরের শিশু কন্যা অকিয়া তাবাসসুম মায়ের সাথে মহাসড়কে দাড়িয়ে বাবা হত্যার বিচার দাবি করেন। সে সময় অকিয়াকে বার বার বলতে শোনা যায়,আমি বিচার চাই, আমি বিচার চাই,বাবা হত্যার বিচার চাই। মানববন্ধনে আহসানুল ইসলাম অর্কিডের স্ত্রী তানজিলা আফরিন অর্পা স্বামী হত্যার বিচার দাবি করে বলেন ,আমার স্বামীকে পরিকল্পিত ভাবে শরীরে আগুন ধরিয়ে হত্যা করা হয়েছে। পরকিয়া বলে হত্যাকান্ডকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।হত্যাকান্ডের বেশ কিছুদিন অতিবাহিত হলেও আসামীরা এখানো ধরাছোয়ার বাইরে। সে সময় তিনি আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। 

উল্লেখ্য, চলতি মাসের ৬ মার্চ সকাল ৭টার দিকে যশোরের পুরাতন কসবা রায়পাড়া বটতলা মসজিদের কাছে মিমাংসার কথা বলে ডেকে অর্কিডের শরীরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠে। ওই ঘটনায় ১০ মার্চ (সোমবার) রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে সকাল ১১ টার দিকে মারা যান অর্কিড।

পরকীয়ার জেরে ঝিনাইদহ কালীগঞ্জের আহসানুল ইসলাম অর্কিড নামে এক যুবকের শরীরে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঝিনাইদহ ৪ আসনের(কালীগঞ্জ) আওয়ামীলীগের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনারের ভাতিজা মনিরুজ্জামান রিংকু, তার স্ত্রী তারিন ও ফয়সাল আলোচিত অর্কিডের শরীরে আগুন দেন বলে মৃত্যুর আগে জানিয়েছেন অর্কিড।লিখিত অভিযোগে বলা হয়েছে, প্রায় ১ মাস আগে কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান রিংকুর স্ত্রী তারিন খাতুনকে ভাগিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেন অর্কিড। এরপর থেকে অর্কিড ও তারিন পলাতক ছিলেন। অর্কিডও বিবাহিত ও দুই সন্তানের বাবা।৫ মার্চ সকালে যশোর শহরের পুরাতন কসবা রায়পাড়া বটতলা মসজিদের কাছে মীমাংসার কথা বলে অর্কিডকে ডাকেন তারিন। এসময় রিংকু ও তারিন অর্কিডকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন। পরে অর্কিডের কাছে থাকা তিন লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেন। এরপর অর্কিডের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।সাবেক এমপি আনারের ভাতিজা মনিরুজ্জামান রিংকু, তারিন খাতুন ও ফয়সাল নামে এই ৩ জন শরীরে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW