বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা সদর ইউনিয়নের ৯নং ওর্য়াড শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৪, মার্চ) বিকাল ৫ টায় ৬নং কয়রা বায়তুল হামদ জামে মসজিদে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ওর্য়াড জামায়াতের সভাপতি মোঃ আজিজ মোল্যার সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কয়রা সদর ইউনিয়ন জামায়াতের আমির মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক প্রভাষক নুরুজ্জামান ও উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মাওলানা শাহাবুদ্দিন। এতে আরও বক্তব্য রাখেন জামায়াত নেতা মোঃ রজব আলী মল্লিক, মোস্তাজিবুল লস্কর, আনিসুর রহমান, মনিরুজ্জামান লস্কর, যুব নেতা আঃ রউফ প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন অত্র মসজিদের ইমাম মাওলানা আলতাফ হুসাইন। অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।