সাতক্ষীরা তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের বাগমারা গ্রামের মৃত্যু ছাপের সানার দু পুত্র দেয়াল চাপা পড়ে ১ জনের করুন মৃত্যু হয়েছে । তার নাম শাহাবুদ্দীন সানা (৪৫)। অন্য জন নিহতের ছোট ভাই বাগমারা বাজারের চা ব্যবসায়ী আছির সানা (৩৭)। এ ঘটনায এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । তবে আছির সানার পা ভেঙে গেছে বলে স্বজনরা জানিয়েছে । এ দিকে নিহতের বাড়ীতে চলছে স্ত্রী পুত্র ও স্বজনদের আহাজারি।
সরজমিন নিহতের বাড়ীতে গিয়ে দেখা গেছে ১৪ মার্চ দুপুর ১২ টার দিকে বাগমারা গ্রামে এ ঘটনা ঘটে। ইউপি সদস্য শফিকুল ইসলাম জানান নিহত শাহাবুদ্দিন সানার ছোট ভাই কারিমুল সানা ইট দিযে ঘর তৈরী করার জন্য বাড়িতে পূর্বের কাচা ঘরের মাটির দেয়াল ভাঙ্গার কাজ করছিল। এ সময় অসাবধনতা বশত দেয়াল চাপা পড়ে। সাহাবুদ্দিন সানা ও আছির উদ্দিন সানা। এ সময় স্থানীয় লোকজন তাদের কে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ সময় দু ভাইয়ের মধ্যে বড় ভাই শাহাবুদ্দীন সানা না ফেরার দেশে চলে যায। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের বাড়ীতে শোকের মাতম চলছিল। স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।