ঈদযাত্রায় ভোগান্তি নিরসনে সড়কে জামায়াতে ইসলামীর স্বেচ্ছাসেবক

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : : | প্রকাশ: ২৫ মার্চ, ২০২৫, ০৪:১৩ পিএম
ঈদযাত্রায় ভোগান্তি নিরসনে সড়কে জামায়াতে ইসলামীর স্বেচ্ছাসেবক

ময়মনসিংহের গফরগাঁওয়ে ঈদকে সামনে রেখে পৌরশহরের যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট । এতে ভোগান্তিতে পড়ছেন ঈদ কেনাকাটা লোকজনসহ সাধারণ মানুষ । যানজট নিরসনে থানা পুলিশের সহযোগিতা করার জন্য জামায়াতে ইসলামী গফরগাঁও উপজেলা শাখার শতাধিক কর্মী স্বেচ্ছাসেবক নিয়োজিত করেছেন । এতে অনেকটা ভোগান্তি কমছে বলে দাবী করেছেন গাড়ি চালক ও যাত্রী সাধারণ ।

সরজমিনে দেখা যায় , ঈদ উপলক্ষে জমে ওঠা পৌরশহরের বিভিন্ন মার্কেট ও বিপণীবিতানের সামনে সড়ক জামতলা মোড়, স্টেশন রোড , কলেজ রোড, চাদনীমোড় ও শিবগঞ্জ রোড এলাকায় সৃষ্টি হচ্ছে যানজট । থেমে থেমে চলছে গাড়ির চাকা। এতে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে। ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। মানুষের ভোগান্তি লাঘবে যানজট নিরসনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন জামায়াতে ইসলামী গফরগাঁও উপজেলা শাখা। পৌর এলাকার প্রতিটি মোড়, গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিয়োগ দিয়েছেন জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের শতাধিক স্বেচ্ছাসেবী ট্রাফিককর্মী। ফলে কমেছে যানজট। কিছুটা স্বস্তি নিয়ে নির্বিঘ্নে যাতায়াত করছেন মানুষ।

গফরগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইসমাঈল হোসেন সোহেল বলেন, এবারের রমজান ও ঈদে ভোগান্তি ছাড়া মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতেই আমাদের কর্মীদের কাজে লাগানো হয়েছে। ঈদের আগের দিন রাত পর্যন্ত তারা তাদের দায়িত্ব পালন করবে। তাদের অধিকাংশই জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মী।

গফরগাঁও থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ঈদকে সামনে রেখে সড়কে যানবাহনের চাপ অনেকটা বেড়েছে। সে কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। যানজট নিরসনে পুলিশের পাশাপাশি জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা নিরলস কাজ করছেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে