ঈদের ছুটিতে দেশের দ্বিতীয় ওয়াকওয়ে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : : | প্রকাশ: ২ এপ্রিল, ২০২৫, ০৫:৪৯ পিএম
ঈদের ছুটিতে দেশের দ্বিতীয় ওয়াকওয়ে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

বিআইডব্লিউটিএ কর্তৃক নির্মিত চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার ডাকাতিয়া নদীর তীরে অবস্থিত দৃষ্টিনন্দন ওয়াকওয়েতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হচ্ছে । পবিত্র ঈদুল ফিতরের দিন দুপুর থেকে দূর দূরান্ত হতে হাজার হাজার দর্শনার্থী পরিবারের সদস্যদের নিয়ে ওয়াকওয়েতে উপস্থিত হন। প্রায় আড়াই কিলোমিটারের ওয়াকওয়ে জুড়ে ঈদ উদযাপন করতে দেশের বিভিন্ন স্থান থেকে লোকজনের সমাগম ঘটেছে।  শিশু-কিশোরদের পাশাপাশি নানা বয়সী মানুষের স্রোত যেন এই ওয়াকওয়েতে মিলিত হয়েছে। নারী, শিশু, যুবক, বৃদ্ধ-সব বয়সী বিনোদনপ্রেমীরা ভিড় করেছেন এখানে।

২০২৩ সালে ডাকাতিয়া নদীর তীরে নির্মিত হয় শাহরাস্তি ওয়াকওয়ে এটি দেশের দ্বিতীয় ওয়াকওয়ে। অত্র অঞ্চলের একমাত্র বিনোদনের মূল কেন্দ্রবিন্দু এটি। ধারণা করা হচ্ছে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী এক সপ্তাহ ধরে দর্শনার্থীদের ভিড় অব্যাহত থাকবে বলে স্থানীয়রা । দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ের কারণে মূল সড়কের দু'পাশে যানজটের সৃষ্টি হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে