বরিশাল হতে ঢাকাগামী ‘‘কর্ণফুলী -৩’’ লঞ্চের এক যাত্রীর মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করেছে কোস্ট গার্ড। শনিবার ০৫ এপ্রিল ২০২৫ তারিখ বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, শনিবার সকাল ১১ টায় বরিশাল হতে ঢাকাগামী ‘‘কর্ণফুলী -৩’’ লঞ্চে অক্সিজেনরত অবস্থায় একটি নবজাতক শিশুকে নিয়ে মোঃ সবুজ (২৮) ও লিজা আক্তার (২৫) ঢাকার উদ্দেশ্যে রওনা করেন। পথিমধ্যে অক্সিজেন শেষ হয়ে গেলে নবজাতকের অভিভাবকগণ কোস্ট গার্ডের শরণাপন্ন হন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক অতিদ্রুত মেডিকেল সহায়তা প্রদানের নিমিত্তে ০৫ সদস্যের একটি মেডিকেল টিম ঘটনাস্থলে গমন করে। উক্ত নবজাতক কে প্রাথমিকভাবে অক্সিজেন সহায়তা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য অভিভাবকসহ চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে কোস্ট গার্ডের সহায়তায় নবজাতকের আরো উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
তিনি আরও বলেন, উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের প্রয়োজনে ভবিষ্যতেও কোস্ট গার্ডের এরূপ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।