কুমিল্লায় তিতাস নদীতে ডুবে শিশু নিখোঁজ

এফএনএস (মোঃ হাবিবুর রহমান খান; কুমিল্লা) : : | প্রকাশ: ৫ এপ্রিল, ২০২৫, ০৮:১৪ পিএম
কুমিল্লায় তিতাস নদীতে ডুবে শিশু নিখোঁজ

হোমনায় বোনের বাড়িতে বেড়াতে এসে তিতাস নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মারিয়া আক্তার (১১) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে তিতাস নদীর শ্রীমদ্দি গাংকুল বাড়ির ঘাটে গোসল করতে নেমে শিশুটি নিখোঁজ হয়। সে উপজেলার হুজুরকান্দি গ্রামের মো. আলী নেওয়াজের মেয়ে। তারা নারায়ণগঞ্জে থাকেন। নিহতের স্বজন মো. আবু কালাম জানান,  গতকাল শুক্রবার শ্রীমদ্দি গাংকুল বাড়িতে তার বড় বোন জামাই এরশাাদ মিয়ার বাড়িতে বেড়াতে আসে শিশু মারিয়া। আজ শনিবার বেলা ১১টার দিকে মারিয়া তার খালাত বোনকে নিয়ে বাড়ির পাশের তিতাস নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা নদীতে নেমে অনেক খোঁজাখুজি করেও তাকে পায়নি।

শিশুটিকে উদ্ধারে ডুবুরি দল পানিতে নেমে উদ্ধারের চেষ্টা করা হলেও গতকাল উদ্ধার করা সম্ভব হয়নি। হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা বলেন, শিশু নিখোঁজের খবর পেয়ে তাকে উদ্ধার করতে ডুবুরি দল আনা হয়েছে। এ ব্যাপারে আমার বিশেষ নজরদারি রয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে