ব্রাহ্মণবাড়িয়ার সরাইল নাসিরনগর-লাখাই সড়কের সরাইল সড়কের বাড্ডা পাড়া নামক স্থানে সরকারি খালে অবৈধভাবে মাটি ভরাট করে দখলের দখলে পক্রিয়া চলছিল। এ সময় হাতে নাতে ধরে ২ ব্যক্তির প্রত্যেককে ৬ দিনের বিনাশ্রম কারাদণ্ড সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন। দন্ড প্রাপ্তরা হলো- কালিকচ্ছের মনিরবাগ এলাকার ইদন মৈশানের ছেলে মো. আশিক মৈশান ও একই ইউনিয়নের সূর্যকান্দি গ্রামের প্রয়াত আব্দুস সামাদের ছেলে মো. আল আমিন খান। তাদেরকে ৩ ঘন্টার মধ্যে মাটি সরিয়ে নেয়ার নির্দেশ দিয়ে ট্রাক্টর গুলি জব্দ করেছেন।
ইউএনও'র দফতর সূত্র জানায়, গতকাল শনিবার বিকেলে সরাইল উপজেলার সদর ইউনিয়নের বড্ডাপাড়া খাদ্যগুদাম সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন ইউএনও। এ সময় বেশ কয়েকজন লোক কৃষি জমির মাটি ভেকুদিযে অবৈধভাবে কেটে রাস্তার পাশের জমি ভরাট করছিল। অভিযানের বিষয়টি টের পেয়ে অপরাধীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুইজন কে আটক করা হয়। মাটি কাটার কাজে ব্যবহৃত তিনটি ট্রাক জব্দ করা হয়। মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ লঙ্ঘনের দায়ে উক্ত আইনের ১৫(১) ধারায় উভয় কে ৬ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। পালিয়ে যাওয়া অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল হাসান কে নির্দেশনা প্রদান করা হয়।