এ বছর ঈদের দীর্ঘ ছুটি সত্বেও এর প্রভাব পড়েনি পরিবার পরিকল্পনা বিভাগে। পিরোজপুর পরিবার পরিকল্পনা বিভাগের অধীনস্থ জেলার ৪ টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং জেলার ৫২ টি ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মা ও শিশু স্বাস্থ্যের বিশেষ সেবা প্রদান স্বাভাবিক দিনের মতই ছিল।
গ্রামাঞ্চলে মা ও শিশু স্বাস্থ্যের উপর দীর্ঘ ছুটির যাতে প্রভাব পড়তে না পারে এজন্য পরিবার পরিকল্পনা বিভাগের মহাপরিচালক এবং বিভাগীয় পরিচালকের পক্ষ থেকে এ ছুটি কালীন পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে বিশেষ সেবা প্রদানের নির্দেশনা দেওয়া হয়।
জেলা পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিকালীন পিরোজপুরের মা ও শিশু কল্যাণ কেন্দ্র সমূহে ২৪ ঘন্টা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য সেবা প্রদান কার্যক্রম চলমান ছিলো। এ সময় পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীগণ নিরলসভাবে বিভাগের নির্দেশনা মোতাবেক এএনসি, পিএনসি, এনভিডি, আইইউডি, ইনজেকশন, কনডম, সুখী ইত্যাদি সেবার পাশাপাশি স্বাভাবিক প্রসব, সাধারণ রোগী সেবা, কিশোর-কিশোরী সেবা, মা ও শিশু স্বাস্থ্য সেবা দান অব্যাহত রাখে।
পরিবার পরিকল্পনা পিরোজপুর সদর এর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সহকারী পরিচালক (সিসি) ডা. হংসপতি সিকদার জানান, ঈদের বন্ধের ভিতরে জেলার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ৩ জনকে সাধারণ প্রসব করানো হয়েছে। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে অর্ধশতাধিক গর্ভবতী মাকে গর্ভকালীন সেবা ও পরামর্শ প্রদান, ৪৫ জন মাকে প্রসবোত্তর সেবা প্রদান, ২৫ জন শিশুকে সাধারণ স্বাস্থ্য সেবা প্রদান ছাড়াও পরিবার পরিকল্পনা পদ্ধতি ভিত্তিক সেবা প্রদান করা হয়। এছাড়াও পরিবার পরিকল্পনার স্বাভাবিক প্রসব, সাধারণ রোগী সেবা, কিশোর-কিশোরী সেবা, মা ও শিশু স্বাস্থ্য সেবা দেয়া হয়েছে। ঈদের ছুটির সময় জরুরী এ সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় জনগন।