উত্তর মেসিডোনিয়ার কোচানি শহরের একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৫১ জন নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার (১৬ মার্চ) এই তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, স্কোপজে থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত কোচানির জনপ্রিয় পালস ক্লাবে গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সময় রাত ৩টার দিকে ক্লাবটিতে আগুন ছড়িয়ে পড়ে। সেই সময় ক্লাবে হিপ-হপ ব্যান্ড ‘এডিএন’ পারফর্ম করছিল। ধারণা করা হচ্ছে, কনসার্ট উপভোগ করতে সেখানে অন্তত দেড় হাজার মানুষ উপস্থিত ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, ক্লাবের ভবনটি সম্পূর্ণরূপে আগুনে পুড়ে যাচ্ছে এবং কালো ধোঁয়ায় আকাশ ঢেকে গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, আগুন লাগার কয়েক ঘণ্টা পরও ধোঁয়া উড়তে দেখা গেছে।
দেশটির দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় এবং ক্লাবের অভ্যন্তরীণ কাঠামো দাহ্য উপাদানে তৈরি থাকায় নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে। উদ্ধার অভিযানে দমকল বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জরুরি সেবা বিভাগ কাজ করছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ক্লাবটিতে আতশবাজি যন্ত্র ব্যবহারের কারণে আগুন লাগতে পারে। তবে আগুনের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
উত্তর মেসিডোনিয়ার প্রধানমন্ত্রী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের চিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।’
এই ভয়াবহ দুর্ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনের জন্য তদন্ত চালিয়ে যাচ্ছে।