একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য খাই খাই করছে, এই খাই খাই বন্ধ করতে হবে। একাত্তরের স্বাধীনতা যুদ্ধে আওয়ামী লীগের ভূমিকা ছিল। কিন্তু এটিকে পুজি করে বাকশাল কায়েম এবং গণতন্ত্রকে ধ্বংস করেছিল তারা। আর এ থেকে শেষমেষ উত্তরণ ঘটিয়েছিল দেশপ্রেমিক সেনাবাহিনী।
আজ সন্ধ্যায় পটুয়াখালী জেলা পরিষদ শিশু পার্কে গন অধিকার পরিষদ আয়োজিত এক ইফতার মাহফিলে একথা বলেন দলের সভাপতি ভিপি নুরুল ইসলাম নুর। পটুয়াখালী জেলা সভাপতি সৈয়দ নজরুল ইসলামদ লিটুর সভাপতিত্বে আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন সাধারন সম্পাদক শাহআলম সিকদার। ইফতার মাহফিল অনুষ্ঠানে জেলা জামায়েত ইসলামি, বিএনপি সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।