ইন্দুরকানীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : : | প্রকাশ: ২৬ মার্চ, ২০২৫, ০৪:৪৪ পিএম
ইন্দুরকানীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

পিরোজপুরের ইন্দুরকানীতে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা মহল দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।

২৬ মার্চের সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। এরপর উপজেলার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৬টায় উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকাল ৯টায় ইন্দুরকানী উপজেলা মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শান্তির প্রতীক সাদা পায়রা ওড়ানো এবং পুলিশ, আনসার, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান বিন মোহাম্মদ আলী।

অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তারা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে