মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ার পায়রা বন্দরে কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ বিসিজিএস অপরাজেয় বাংলা সাধারণ মানুষের জন্য উম্মুক্ত করা হয়েছে।
বুধবার দুপুর ১২ টা থেকে বিকাল চারটা পর্যন্ত এ জাহাজ দেখতে বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ পায়রা বন্দরের জেটিতে ভীড় করে।
এ সময় আগত দর্শনার্থীদের দূর্যোগকালীন সময় ও যুদ্ধকালীন গভীর সমুদ্রে জাহাজ গমন ও উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে টহল প্রদান, উদ্ধার ও অনুসন্ধান কর্মকান্ড, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ, জলদস্যুতা দমন, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং যুদ্ধ কৌশল সম্পর্কে কোষ্টগার্ড জাহাজের প্রশিক্ষকরা বর্ননা করেন।
জাহাজ ঘুরে দেখে শিক্ষার্থীরা বলেন, নাবিকদের সমুদ্র জীবন যাপন, বিভিন্ন যুদ্ধ সামগ্রী ও অস্ত্র দেখতে পেয়ে তারা খুশি।
আর অভিভাবক ও শিক্ষকরা বলেন, আজকের দিনে ছাত্রছাত্রীরা কোষ্টগার্ডের এ জাহাজ ঘুরে দেখতে পেরে অনেক কিছু শিখতে পেরেছে। এটা তাদের ভবিষ্যত কর্মজীবনে কাজে লাগবে।
যুদ্ধ জাহাজ বিসিজিএস অপরাজেয় বাংলা’র পেটি অফিসার আবুল হাসেম বলেন, জাহাজ পরিদর্শনে এসে দর্শনার্থীরা যুদ্ধ জাহাজ ঘুরে দেখে বিভিন্ন অস্ত্র পরিচালনা, দুর্যোগকালীন সময়ে উপকূলের মানুষের উদ্ধার অভিযান সম্পর্কে বেশি জানতে চেয়েছে। প্রতিবছর এ দিনে পায়রা বন্দরে সর্বসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ ঘুরে দেখতে সর্বসাধারণের জন্য উম্মুক্ত করা হয়।