পিরোজপুরের নাজিরপুরে ৩নং দেউলবাড়ী দোবড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কতিপয় সদস্যদের বিরুদ্ধে উদেশ্যমূলকভাবে মিথ্যা, গুজব ও বানোয়াট তথ্য প্রচারের প্রতিবাদে ইউপির চেয়ারম্যান এফএম রফিকুল ইসলাম বাবুল ও ওই ইউপির সদস্যরা (মেম্বার) সংবাদ সম্মেলন করেছেন। বুধবার (২৬ মার্চ) সকালে ইউনিয়ন পরিষদের হল রুমে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওই ইউনিয়নের চেয়ারম্যান এফ এম রফিকুল ইসলাম বাবুল। তিনি অভিযোগ করেন, গত ইউপি নির্বাচনে ওই ইউনিয়নের নৌকা প্রতীকের পরাজিত চেয়ারম্যান প্রার্থী ও তার লোকজন তাকে বিভিন্নভাবে হয়রানী করতে চেষ্টা করছেন। তাই সম্প্রতি তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে একটি মানববন্ধন করেন।
অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে চেয়াম্যানের পক্ষে উপস্থিত ছিলেন ওই ইউনিয়নের ২ নারী ইউপি সদস্য ও ৭ সাধারন ইউপি সদস্য। এ সময় চেয়ারম্যান ও ইউপি সদস্যরা দাবী করেন, সম্প্রতি চেয়ারম্যানের বিরুদ্ধে হিন্দুদের জমি দখল, সরকারী ব্রীজের মালামাল আত্মসৎ সহ আনিত বিভিন্ন অভিযোগ সম্পূর্ন মিথ্যা। পরাজিত আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীর ষড়যন্ত্রে তার লোকজন ওই মানববন্ধন করেন বলে দাবী তার।
উল্লেখ্য, ওই ইউনিয়নের চেয়ারম্যান এফএম রফিকুল ইসলাম বাবুল ওই ইউনিয়ন আওয়ামীলীগের বহি:স্কৃত সাবেক সাধারন সম্পাদক।